ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির ইনজুরির নেপথ্যে ডেমিচেলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
মেসির ইনজুরির নেপথ্যে ডেমিচেলিস ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসি খেলতে না পারলেও আর্জেন্টিনা জয় পেয়েছে। মেসির ইনজুরির নেপথ্যে দায়ী করা হচ্ছে তারই স্বদেশী ফুটবলার মার্টিন ডেমিচেলিসকে।



ক্রীড়াবিষয়ক জনপ্রিয় টিভি চ্যানেল ‘ইএসপিএন’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় বার্সা। ১৯ মার্চ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানসিটির আর্জেন্টাইন ডিফেন্ডার ডেমিচেলিসের ট্যাকলের শিকার হন মেসি। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে থাকা সমর্থকদের দুয়োধ্বনি শোনেন ডেমিচেলিস। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

ডানপায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিছুক্ষণ মাঠে বসে থাকেন মেসি। এরপর দু’হাত দিয়ে পা ধরে উঠে দাঁড়ান। যা বার্সা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ডান পায়ের ব্যাথা নিয়েই ২৩ মার্চ গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন চারবারের বিশ্বসেরা এ ফুটবলার।

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় আর্জেন্টিনার হয়ে দলে থেকেও প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। ২৯ মার্চ এল সালভাদরের বিপক্ষে ২-০ এবং ০১ এপ্রিল ইকুয়েডরকে ২-১ গোলে হারায় ডি মারিয়া-আগুয়েরোরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘন্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।