ঢাকা: ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ও তারকা ফুটবলার রবার্তো কার্লোস রিয়াল মাদ্রিদের নতুন চুক্তিবদ্ধ ব্রাজিলিয়ান তারকা দানিলোর খেলার ধরণে মুগ্ধ। আরেক ব্রাজিলিয়ান বার্সেলোনার তারকা দানি আলভেজের ছায়া দানিলোর মধ্যে দেখেছেন বলে জানালেন কার্লোস।
পোর্তোর ২৩ বছর বয়সী দানিলোকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। সাড়ে ৩১ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে নেয় কার্লো আনচেলত্তির রিয়াল।
ব্রাজিলের রাইটব্যাক দানিলোকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল স্প্যানিশ আরেক জায়ান্ট বার্সেলোনা। তবে, ক্যাম্প ন্যুতে নয়, ২০২১ সাল পর্যন্ত বার্নাব্যুতেই চুক্তিবদ্ধ হন পোর্তোর সাবেক উঠতি তারকা দানিলো।
দানিলো প্রসঙ্গে কার্লোস বলেন, আমি মনে করি, সে একজন প্রতিভাবান ফুলব্যাক ফুটবলার। আমার মতে, দানি আলভেজের মতোই দানিলো একদিন নিজের নাম ছড়াবে। আলভেজের মতোই দানিলো রাইটব্যাক থেকে আক্রমণে যাবে।
দানিলোকে রিয়ালে নেওয়ায় ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান কার্লোস। তিনি যোগ করেন, রিয়ালে যাওয়ায় দানিলো তার ফুটবল ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারবে। সেখানে ফুটবলে উন্নতি করার অনেক সুযোগ পাবে সে। আর রিয়ালে মানিয়ে নিতেও দানিলোর কোনো কষ্ট হবে না বলে মনে করি।
পোর্তো এবং রিয়াল কর্তৃপক্ষের মাঝে গত বুধবার দানিলোকে নিয়ে চুক্তির কাজ সম্পন্ন হয়। ছয় বছরের জন্য রিয়াল দানিলোকে সান্তিয়াগো বার্নাব্যুতে নেয়। পর্তুগিজ দলটি এক বিবৃতির মাধ্যমে জানায়, রিয়ালের সঙ্গে আমাদের চুক্তির কাজ শেষ হয়েছে। আমরা ক্লাব থেকে দানিলোকে ছেড়ে দিচ্ছি ৩১.৫ মিলিয়ন উইরোর বিনিময়ে।
২৩ বছর বয়সী ব্রাজিল তারকা দানিলো পোর্তোতে খেলার আগে খেলেছেন সান্তোসে। সেখানে ৪৯ ম্যাচ খেলে ২০১০ সালে যোগ দেন পোর্তোতে। পর্তুগিজ এ ক্লাবটির হয়ে তিনি ৮৪ ম্যাচ খেলেছেন। আর জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের নজরে আসেন দানিলো।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫