ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

সেরেনার ৭০০তম ম্যাচ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, এপ্রিল ২, ২০১৫
সেরেনার ৭০০তম ম্যাচ জয় সেরেনা উইলিয়ামস

ঢাকা: টেনিসের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস ক্যারিয়ারে নতুন এক মাইলফলকে পা রাখলেন। টেনিস ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ জিতে অনন্য এক নজির গড়েছেন সেরেনা।



মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সেবিন লিসিকিকে হারিয়ে ক্যারিয়ারের ৭০০তম জয় পান তিনি। টেনিস ইতিহাসে ৭০০ ম্যাচ জয়ের নজির রয়েছে আর সাতজনের।

১৯বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা লিসিকিকে ৭-৬, ১-৬, ৬-৩ সেটে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন।

৩৩ বছর বয়সী সেরেনা ম্যাচ শেষে বলেন, আমি সত্যিই বেশ আনন্দিত। ৭০০তম জয় আমাকে বেশ অবাক করছে। আমি নিজের সেরাটা দিয়ে খেলেছি। স্বাভাবিক ভাবেই খেলার চেষ্টা করেছি। অন্য ম্যাচ গুলোর মতোই এ ম্যাচে জয়ের চেষ্টা ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।