ঢাকা: লিওনেল মেসি ভক্তদের জন্য দারুণ খবর। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন।
২৭ বছর বয়সী বার্সার প্রাণভোমরা মেসি আর্জেন্টিনার হয়ে এল সালভাদোর এবং ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে পারেন নি।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় বার্সা। ১৯ মার্চ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানসিটির আর্জেন্টাইন ডিফেন্ডার ডেমিচেলিসের ট্যাকলের শিকার হন মেসি। ডানপায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিছুক্ষণ মাঠে বসে থাকেন মেসি। এরপর দু’হাত দিয়ে পা ধরে উঠে দাঁড়ান।
যা বার্সা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ডান পায়ের ব্যাথা নিয়েই ২৩ মার্চ গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন চারবারের বিশ্বসেরা এ ফুটবলার।
এরপর দেশের হয়ে খেলতে না পারলেও বৃহস্পতিবার বার্সার ক্যাম্পে হালকা অনুশীলন করেন মেসি। ক্লাব কর্তৃপক্ষ জানায়, আগের থেকে মেসির পায়ের অবস্থা কিছুটা ভালো। তিনি শুক্রবার পুরো অনুশীলনে থাকতে পারবেন।
ফলে, ৫ এপ্রিল লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। লা লিগার চলতি আসরে দারুণ ফর্মে থাকা মেসি ২৮ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫