ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

কবে শুরু হবে প্রিমিয়ার লিগ?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, এপ্রিল ২, ২০১৫
কবে শুরু হবে প্রিমিয়ার লিগ?

ঢাকা: শুক্রবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু অংশগ্রহণকারী ক্লাবগুলোর নানা দাবির মুখে পিছিয়ে গেল লিগ।



ফেডারেশন কাপ শেষ হবার পর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ছিল ৯ মার্চ থেকে। গত মাসে লিগ শুরুর কথা থাকলেও অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য সে যাত্রা এক মাস দেরিতে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন শেষ পর্যন্ত কবে হচ্ছে প্রিমিয়ার লিগ তা বলাই মুশকিল!

লিগ কবে শুরু হবে, এ নিয়ে বুধবার লিগ কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সভাও অনুষ্ঠিত হয়নি। সভার নতুন দিন ঘোষণা করা হয় শুক্রবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, আগামী ৫ এপ্রিল থেকেই মাঠে গড়াবে লিগের খেলা!

ক্লাবগুলো ২৫ লাখ টাকা অংশগ্রহণ অর্থ বাড়ানোসহ নানা দাবি করে আসছে। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, ‘ক্লাবগুলোর দাবি মানার ব্যাপারে বাফুফে যথেষ্ঠ আন্তরিক। আশা করছি তাদের সব দাবি পূরণ করা হবে। আর আমরা আশা করছি আগামী ৫ এপ্রিল থেকে লিগ মাঠে গড়াবে। ’

ওদিকে প্রিমিয়ার লিগের স্পন্সর এখনও সংগ্রহ করতে পারেনি বাফুফে। তবে আলোচনা চলছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। এ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক সোহাগ জানালেন, ‘আশা করছি দু-একদিনের মধ্যেই আমরা লিগের স্পন্সরশিপের ব্যাপারে আপনাদের জানাতে পারবো। '
 
গত মৌসুম ১০ দল নিয়ে লিগের খেলা গড়িয়েছে তিন লেগে। যা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিল বাফুফে। এবার দুই লেগেই হবে লিগ। তবে দল বাড়বে একটি (১১টি)। এ সম্পর্কে সাধারণ সম্পাদক সোহাগ বলেন, 'চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য লিগের প্রথম পর্বের খেলাগুলো ঢাকাতেই অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে ঢাকার বাইরে হতে পারে দ্বিতীয় লেগের খেলা। ' এবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত ছিল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম।

প্রতিবারই লিগ শুরুর আগে অনুষ্ঠিত হয় স্বাধীনতা কাপের আসর। কিন্তু মার্চ গড়িয়ে এপ্রিল চলে এলে এখনও মাঠে মাঠে গড়ায়নি স্বাধীনতা কাপের খেলা!

স্বাভাবিক ভাবেই জট লেগে যাবে টুর্নামেন্টগুলোতে। কারণ জুনে এএফসি অনূর্ধ্ব-২২ এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব, জুলাইয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব, সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব এবং ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব রয়েছে। এছাড়া রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ প্রাক বাছাই।

এখন দেখার বিষয় শেষ পযর্ন্ত এ টুর্নামেন্ট 'জট'কে কি ভাবে সামাল দেয় ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।