ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশের দাবাড়ুদের নেপাল জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
বাংলাদেশের দাবাড়ুদের নেপাল জয়

ঢাকা: অনেক সমস্যার পরে নেপালে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবায় অংশ নেয় বাংলাদেশের দাবাড়ুরা। তবে সবাইকে চমকে দিয়ে এ আসরের উভয় বিভাগেই শিরোপা জয় করেছে জিয়া-লিজারা।



বিশ্ব দাবা সংস্থার প্রেসিডেন্ট কৃসান ইমলজিনভ এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার নেপালের কাঠমুন্ডে অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ট্রফি, স্বর্ণ পদক ও দেড় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার, রানার-আপ গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব রৌপ্য পদক এক হাজার মার্কিন ডলার, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ব্রোঞ্জ পদক ও সাড়ে তিনশত মার্কিন ডলার অর্থ পুরস্কার পান।

এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী অর্থ পুরস্কার লাভ করেন।

মহিলা বিভাগে চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা ট্রফি, স্বর্ণ পদক ও এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার, রানার-আপ নাজরানা খান ইভা রৌপ্য পদক ও পাঁচশত মার্কিন ডলার এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ব্রোঞ্জ পদক ও আড়াই শত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। এছাড়া মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মাহমুদা হক চৌধুরী মলি অর্থ পুরস্কার লাভ করেন।

২০১৭ সালের এশিয়ান জোনাল (৩.২) দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানের স্বাগতিক দেশ হয়েছে বাংলাদেশ। বিশ্বদাবা সংস্থার প্রেসিডেন্ট কৃসান ইলমজিনভ এবং জোন প্রেসিডেন্ট জোসি জোনাল দাবা বাংলাদেশে অনুষ্ঠানের ব্যাপারে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।   

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।