ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
স্বাধীনতা দিবস ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার শুরু হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব (জিওয়াইসি) আয়োজিত ‘নর্দান হ্যাচারি স্বাধীনতা দিবস ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট। ’ গুলশান ইয়ুথ ক্লাবের টেনিস কোর্টে সন্ধ্যায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ক্লাবটির সভাপতি রাফেজ আলম চৌধুরী।



এ সময় আরো উপস্থিত ছিলেন সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, গুলশান ইয়ুথ ক্লাবের  সহ-সভাপতি হুমায়ুন কবিরসহ ক্লাবটির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

উদ্বোধণী ম্যাচে মুখোমুখি হয় ইঞ্জিনিয়ার্স রিক্রেসন্স সেন্টার ও অফিসার্স ক্লাব।   ১১ এপ্রিল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে নকআউট পদ্ধতির এ টুর্নামেন্ট। উক্ত টুর্নামেন্ট মোট ২১টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকার ১৫টি দল ও ঢাকার বাইরের ৬টি দল।

টুর্নামেন্টের সবগুলো খেলাই গুলশান ইয়ুথ ক্লাবের টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। এ আসরে শুধু ডাবলস ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন গুলশান ক্লাব ও রানার্সআপ অফিসার্স ক্লাব।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো:

আজিমপুর টেনিস ক্লাব, আর্মি অফিসার্স টেনিস ক্লাব,পার্লামেন্ট মেম্বার’স ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব, বাংলাদেশ পুলিশ টেনিস কমিটি, বাঘা টেনিস ক্লাব, কক্সবাজার টেনিস ক্লাব, ডাচ ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব (সবুজ), গুলশান ইয়ুথ ক্লাব (হলুদ), মানিকগঞ্জ টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, ময়মনসিংহ ক্লাব, মুন্সিগঞ্জ প্রেসিডেন্ট রাজা টেনিস ক্লাব, নেভি টেনিস ক্লাব, নেত্রকোনা টেনিস ক্লাব, অফিসার্স ক্লাব (এ), অফিসার্স ক্লাব (বি) ও উত্তরা ক্লাব।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।