ঢাকা: সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার হয়ে লিওনেল মেসি কি মাঠে নামতে পারবেন? বৃহস্পতিবার খানিকটা অনুশীলন করলেও মেসি নিজেই সংশয়টাকে আরো বাড়িয়ে তুললেন। এখনো তার ডান পা ফোলা অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন তারকা মেসি।
এর আগে ইনজুরির কারণে দলে থাকলেও আর্জেন্টিনার হয়ে দু’টি প্রীতি ম্যাচে খেলতে পারেননি ২৭ বছর বয়সী মেসি। যদিও এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে ডি মারিয়া-আগুয়েরোরা। গতকালই যুক্তরাষ্ট্র সফর শেষে (০২ এপ্রিল) ন্যু ক্যাম্পে ফেরেন চারবারের এ বিশ্বসেরা ফুটবলার।
মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘পায়ের গোড়ালির ইনজুরির কারণে খেলতে না পারলেও আর্জেন্টিনা দু’টি প্রীতি ম্যাচেই জিতেছে। সবাই খুব ভালো খেলেছে। দলের পারফরম্যান্সে আমি মুগ্ধ। দেশের হয়ে খেলতে না পারাটা আমার জন্য খুবই হতাশার ছিল। আশা করছি, খুব শিগগিরি সুস্থ হয়ে বার্সা ও জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে পারব। ’
৬ এপ্রিল লা লিগার ম্যাচে স্বাগতিক সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে বার্সা। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় খেলাটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৫