ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার মাঠে বোমা বিস্ফোরণের হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
বার্সার মাঠে বোমা বিস্ফোরণের হুমকি

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে অ্যাতলেতিকো বিলবাও। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এ ফাইনাল ম্যাচে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এক তরুণ।



আগামী ৩০ মে ক্যাম্প ন্যু’র এ ফাইনাল ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে কিছু তরুণ আলোচনা করেন। এরই মাঝে ১৭ বছরের নাম প্রকাশ না করা ছেলেটি জানান, আসন্ন ফাইনাল ম্যাচে তিনি পরিকল্পনা করে রেখেছেন মাঠে বোমা বিস্ফোরণ ঘটাবেন।

আর তার হুমকির প্রেক্ষিতে স্থানীয় পুলিশ ১৭ বছরের সে যুবককে গ্রেফতার করে। এরপর পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

ফাইনালে স্বাগতিক হিসেবে খেলতে নামবে লুইস এনরিকের বার্সা। ফাইনালের আগে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠে লিওনেল মেসিরা। আর সেমিতে ভিয়ারিয়ালকে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে কাতালানরা।

অপরদিকে, বার্সার বিপক্ষে ফাইনালে খেলতে বিলবাওকে হারাতে হয় গেটাফেকে। এরপর সেমিফাইনালে তারা হারায় এসপানিওলকে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।