ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

নেইমার সত্যিই বিপজ্জনক: ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, এপ্রিল ৩, ২০১৫
নেইমার সত্যিই বিপজ্জনক: ব্রাভো নেইমার

ঢাকা: বার্সেলোনার হয়ে প্রতিনিয়ত নিজের দ্যুতি ছড়াচ্ছেন নেইমার। ইতোমধ্যেই কাতালানদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন এ ব্রাজিলিয়ান।

গুণমুগ্ধ হয়ে ক্লাব সতীর্থকে রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

লা লিগায় এ মৌসুমে ২৪ ম্যাচে ১৭ গোল করেছেন নেইমার। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠিয়েছেন। বোঝাই যাচ্ছে কতটা দারুণ ছন্দে রয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।

এক সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘নেইমারের বিপক্ষে খেলাটা সত্যিই বিপজ্জনক। সে খুবই আত্মবিশ্বাসী ফুটবলার। বার্সায় সতীর্থ হিসেবে তার খেলা দেখে আমি মুগ্ধ। বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্য তার মধ্যে সব গুণই রয়েছে। আশা করছি, ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে নেইমার। ’

চিলিয়ান গোলরক্ষক আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। দলে অনেক তারকা ফুটবলার রয়েছেন। মেসি-সুয়ারেজ-নেইমার এ তিনজনের সমন্বয়ে গড়া আক্রমণভাগ যেকোনো দলের জন্যই বড় হুমকি। তিনজনই খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ’

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।