ঢাকা: বার্সেলোনার হয়ে প্রতিনিয়ত নিজের দ্যুতি ছড়াচ্ছেন নেইমার। ইতোমধ্যেই কাতালানদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন এ ব্রাজিলিয়ান।
লা লিগায় এ মৌসুমে ২৪ ম্যাচে ১৭ গোল করেছেন নেইমার। আর সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৬ বার বল পাঠিয়েছেন। বোঝাই যাচ্ছে কতটা দারুণ ছন্দে রয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।
এক সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘নেইমারের বিপক্ষে খেলাটা সত্যিই বিপজ্জনক। সে খুবই আত্মবিশ্বাসী ফুটবলার। বার্সায় সতীর্থ হিসেবে তার খেলা দেখে আমি মুগ্ধ। বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্য তার মধ্যে সব গুণই রয়েছে। আশা করছি, ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে নেইমার। ’
চিলিয়ান গোলরক্ষক আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। দলে অনেক তারকা ফুটবলার রয়েছেন। মেসি-সুয়ারেজ-নেইমার এ তিনজনের সমন্বয়ে গড়া আক্রমণভাগ যেকোনো দলের জন্যই বড় হুমকি। তিনজনই খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ’
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৫