ঢাকা: জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার ফ্রাঙ্ক রিবেরি বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না বলে জানিয়েছেন। পায়ের ইনজুরি তাকে এতটাই ভোগাচ্ছে যে, নিজেই জানিয়েছেন এখনও তিনি মাঠে দৌড়াতে পারছেন না।
৪ এপ্রিল বরুশিয়ার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। আর এ ম্যাচে থাকা হচ্ছে না ফরাসি তারকা রিবেরির।
চ্যাম্পিয়ন্স লিগের আসরে শাখতার দোনেস্কের বিপক্ষে ম্যাচে চোট পান রিবেরি। সে ম্যাচের ৫৯ মিনিটের মাথায় পায়ে ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন রিবেরি। তবে, ম্যাচের ৪৯ মিনিটে একটি গোল করেন তিনি। আর ম্যাচে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় বায়ার্ন।
নিজের ইনজুরি প্রসঙ্গে রিবেরি বলেন, শাখতার দোনেস্কের বিপক্ষে চোট পেলেও আমি পরে অনুশীলন করি। আর সেখান থেকেই বুঝতে পারি আমি বেশ বড় ধরণের ইনজুরিতে পড়েছি। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আশা করছি খুব শিগগিরি মাঠে ফিরতে পারব।
বায়ার্ন-বরুশিয়া হাইভোল্টেজ ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই এ ম্যাচে আমরা জয়ের জন্য মাঠে নামব। তবে, আমি নিশ্চিত এ ম্যাচে ইনজুরি আমাকে মাঠে নামতে দেবে না। কারণ আমি এখনও দৌড়াতে পারছি না। গত সপ্তাহ থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হয়নি।
বরুশিয়ার বিপক্ষে এ ম্যাচে মাঠে নামতে না পারলেও ক্লাবের পরবর্তী ম্যাচ গুলোতে মাঠে নামার জন্য মরিয়া রিবেরি। জানালেন শতভাগ সুস্থ্য হয়েই পরের ম্যাচ গুলো মাঠে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫