ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মিলানের সিংহভাগ মালিকানা কিনছে চীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
মিলানের সিংহভাগ মালিকানা কিনছে চীন

ঢাকা: একসময় ক্লাব ফুটবলের রাজত্ব ছিল এসি মিলানের দখলে। দাপুটে ফুটবল খেলে পুরো ইউরোপ মাতিয়ে রাখত ইতালিয়ান জায়ান্টরা।

কিন্তু, এখন আর আগের অবস্থানে নেই এসি মিলান। ‘সিরি আ’ লিগের প্রতি মানুষের আগ্রহও প্রতিনিয়ত কমতির দিকে। সবার দৃষ্টিতে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগের ম্যাচ।

এ কারণেই মিলানের শেয়ার বিক্রির চিন্তা করছেন বর্তমান মালিক ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। একদল চীনা বিনিয়োগকারীর কাছে ক্লাবের সিংহভাগ মালিকানা (৭৫ শতাংশ) বিক্রি করতে সম্মত হয়েছেন তিনি। যার মূল্য ধরা হয়েছে এক হাজার মিলিয়ন ইউরো।

তবে, এখনই চুক্তি সম্পন্ন হচ্ছে না। আরো মাসখানেক সময় লাগতে পারে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। চুক্তির অংশ হিসেবে বার্লুসকোনির মেয়ে বারবারা ক্লাব পরিচালকের দায়িত্বে থাকবেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের ব্যবসায়ী বেন তায়েকাবোল মিলানের সিংহভাগ মালিকানা কিনছেন বলে গুজব ছড়ায়।

উল্লেখ্য, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১০বার চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এর পরেই রয়েছে এসি মিলান। তারা সাতবার এ ট্রফি ঘরে তোলে। বায়ার্ন মিউনিখ ও লিভারপুল পাঁচবার করে শিরোপা নিশ্চিত করে। বার্সেলোনার দখলে রয়েছে চারটি শিরোপা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।