ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৭ এপ্রিল থেকে পেশাদার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
৭ এপ্রিল থেকে পেশাদার লিগ

ঢাকা: ফেডারেশন কাপ শেষ হবার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা ছিল গত ৯ মার্চ থেকে। কিন্তু অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য এক মাস দেরিতে পিছিয়ে শুক্রবার (৩ এপ্রিল) শুরু হওয়ার কথা ছিল লিগের খেলা।

কিন্তু অংশগ্রহণকারী ক্লাবগুলোর নানা দাবির সুরাহা না হওয়ার ফলে পিছিয়ে যায় আসরটি।

শুক্রবার পেশাদার লিগ কমিটির বৈঠকের পর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানালেন, ‘আগামী‍ ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে পেশাদার লিগ। এবার লিগে মোট ১১ টি দল অংশ নিচ্ছে। দুই লেগেই হবে লিগের খেলাগুলো। আর ঢাকার বাইরের ভেন্যুতে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বর্তমান রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুষ্ঠিত হচ্ছে আসরের সবগুলো খেলা। হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হবে। ’

তিনি আরো বলেন, ‘ক্লাবগুলোর দাবির মুখে অংশ গ্রহণকারী দলগুলো ১০ লাখ টাকা থেকে বেড়ে এখন পাবে ২৫ লাখ টাকা। লিগের স্পন্সর চূড়ান্ত হলেও এখনই নাম প্রকাশ করা হচ্ছে না। এবার বাংলাদেশ লিগের প্রত্যেকটি ক্লাব ৪ জন করে বিদেশীকে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। তবে, প্রতি ম্যাচে খেলার সুযোগ থাকবে ৩ জনের। পরবর্তী আসরে তিনজনকে রেজিস্ট্রেশন করালেও খেলতে পারবেন দুই জন। পেশাদার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ’

লিগের পরে সুপার কাপ ও স্বাধীনতা  কাপ আয়োজনের আশা প্রকাশ করেছে পেশাদার লিগ কমিটি।

সভায় বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ‘ফেডারেশন কাপ ২০১৫’ এর চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ ও রানার্সআপ দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে প্রাইজমানি অর্থ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।