ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন রদ্রিগেজ জেমস রদ্রিগেজ

ঢাকা: দু’মাস হলো দলে নেই। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

৫ এপ্রিল (রোববার) গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারেন জেমস রদ্রিগেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম গুলো এমন খবরই প্রকাশ করেছে।

গত ৪ ফেব্রুয়ারি সেভিয়ার বিপক্ষে খেলার সময় পায়ের হাড় ভাঙে রদ্রিগেজের। এর পর থেকেই মাঠের বাইরে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এ কলম্বিয়ান ফুটবলার। তবে, এখন তিনি অনেকটাই সুস্থ। অনুশীলন ম্যাচে রিয়ালের নিয়মিত একাদশের বিপক্ষে রিজার্ভ একাদশের হয়ে মাঠে নামেন ২৩ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার।

রদ্রিগেজের অনুপস্থিতি বেশ ভালোই ভুগিয়েছে লস ব্লাঙ্কসদের। রদ্রিগেজ বিহীন ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে বসে রোনালদো-বেনজেমারা। এদিকে দলের তারকা উইঙ্গার গ্যারেথ বেল পেশীর ইনজুরিতে ভুগছেন। গ্রানাডার বিপক্ষে ম্যাচে ওয়েলস তারকা অনেকটাই অনিশ্চিত।

উল্লেখ্য, এই মৌসুমের শুরুতে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো ছেড়ে বার্নাব্যুতে পাড়ি জমান ২৩ বছর বয়সী রদ্রিগেজ। রিয়ালের হয়ে লা লিগায় ২০ ম্যাচে ৮টি ও সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২টি গোল করেছেন এ উইঙ্গার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।