ঢাকা: আরেকটি মৌসুম শেষের পথে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রতিটি দলই দুই-তৃতীয়াংশ ম্যাচ সম্পন্ন করেছে।
লা লিগার পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচ শেষে ১৮ জয়, পাঁচ ড্র ও পাঁচ পরাজয়ে ৫৯ পয়েণ্ট নিয়ে চতুর্থ অবস্থানে অ্যাতলেতিকো। সমান ম্যাচে এক পয়েন্ট এগিয়ে থেকে তিনে ভ্যালেন্সিয়া। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৪। বার্সা ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাকি ১০ ম্যাচেই জিততে হবে। প্রত্যেকটি ম্যাচই আমাদের কাছে ফাইনালের সমান। দলের সবাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। তবে, এ ধরণের পরিস্থিতি সামলানোটা মোটেই সহজস্বাধ্য নয়। ’
উল্লেখ্য, লিগের শেষ ১০ ম্যাচে অ্যাতলেতিকোর প্রতিপক্ষরা হলো: কর্দোভা (৪ এপ্রিল), রিয়াল সোসিয়েদাদ (৭ এপ্রিল), মালাগা (১১ এপ্রিল), দেপোর্তিভো লা করুণা (১৮ এপ্রিল), এলচে (২৫ এপ্রিল), ভিয়ারিয়াল (৩০ এপ্রিল), অ্যাথলেতিক ক্লাব (২ মে), লেভান্তে (১০ মে), বার্সেলোনা (১৭ মে), গ্রানাডা (২৪ মে)।
বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, ০৩ এপ্রিল, ২০১৫