ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফরিদপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
জাতীয় হকিতে গ্রুপ চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফরিদপুর

ঢাকা: গোল্ডকাপ জাতীয় হকিতে গ্রুপ পর্বের খেলা শেষে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা।



শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১৪-০ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে।

এছাড়াও একই ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা বাংলাদেশ পুলিশের সঙ্গে ১-১ গোলে ড্র করে। অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২-১ গোলে ঢাকা জেলাকে হারায়। দিনের শেষ ম্যাচে ফরিদপুর জেলা ৪-৪ গোলে বিকেএসপির সঙ্গে ড্র করে।

গ্রুপ পর্বের খেলা শেষে ‘ক’ গ্রুপ থেকে ৪ খেলায় ১২ পয়েন্ট পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী গ্রুপ চ্যাম্পিয়ন এবং ঢাকা জেলা ৪ খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়। ‘খ’ গ্রুপ থেকে ফরিদপুর জেলা ৪ খেলায় ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং এবং নৌবাহিনী ৪ খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।