ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

জিয়া কলেজের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ৩, ২০১৫
জিয়া কলেজের বড় জয়

ঢাকা: ‘শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লিগ’-এ জয়পুরহাটে অনুষ্ঠিত শুক্রবারের খেলায় বড় জয় কুড়িয়ে নিয়েছে শহীদ জিয়া কলেজ। প্রতিপক্ষ এসিসি ক্লাব, জয়পুরহাটকে ৫-১ গোলে হারায় তারা।



বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন বিজয় এবং মাহবুব। দেবু করেন অপর গোলটি। বিজিত দলের আবদুর একমাত্র গোলটি করেন।

আর বরগুনায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় জয়ী হয়েছে ইউনাইটেড ক্লাব, বরগুনা। তারা ৩-২ গোলে হারায় উকিল পট্টি কিংস ক্লাবকে। বিজয়ী দলের পলাশ, রিপন ও রুমেল একটি করে গোল করেন। বিজিত দলের হয়ে একটি করে গোল করেন শামীম ও বান্টি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ৩ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।