ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকে নিয়ে আশাবাদী বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
মেসিকে নিয়ে আশাবাদী বার্সা লিওনেল মেসি

ঢাকা: লিওনেল মেসির অ্যাঙ্কেল ইনজুরি নিয়ে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনাকে। এর আগে মেসি আর্জেন্টিনার হয়ে এল সালভাদর ও ইকুয়েডরের বিপক্ষে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।



পরে আলবেসেলিস্তা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছিলেন, মেসির খেলার সামর্থ্য ছিল তবে আমরা তাকে নিয়ে কোন ধরণের ঝুঁকি নিতে চাইনি।

এদিকে ২৭ বছর বয়সী এ তারকা গত বৃহস্পতিবার বার্সার সঙ্গে হালকা অনুশীলন করেছিলেন। তবে শুক্রবারের অনুশীলনে ছিলেন না চারবারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু মেসি যদি এ ম্যাচে মাঠের বাইরে থাকেন তাহলে খেলায় আক্রমণ ভাগের দায়িত্ব পড়বে নেইমার ও লুইস সুয়ারেজের উপর। তবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসির খেলার ব্যাপারে এখন আশাবাদী কাতালান কোচ লুইস এনরিক।

এর আগে মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘পায়ের গোড়ালির ইনজুরির কারণে খেলতে না পারলেও আর্জেন্টিনা দু’টি প্রীতি ম্যাচেই জিতেছে। সবাই খুব ভালো খেলেছে। দলের পারফরম্যান্সে আমি মুগ্ধ। দেশের হয়ে খেলতে না পারাটা আমার জন্য খুব‌ই হতাশার ছিল। আশা করছি, খুব শিগগিরি সুস্থ হয়ে বার্সা ও জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে পারব। ’

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় বার্সা। ১৯ মার্চ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে ম্যানসিটির আর্জেন্টাইন ডিফেন্ডার ডেমিচেলিসের ট্যাকলের শিকার হন মেসি। লা লিগার চলতি আসরে দারুণ ফর্মে থাকা মেসি ২৮ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।