ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্লাসিকোর পরাজয় রিয়ালকে সাহায্য করবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
ক্লাসিকোর পরাজয় রিয়ালকে সাহায্য করবে ছবি : সংগৃহীত

ঢাকা: এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে হেরেও অখুশি নন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, দলের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা।

আর সে লক্ষ্যের দিকেই তার শিষ্যরা এগিয়ে যাচ্ছে বলে মনে করেন আনচেলত্তি।

চলতি মৌসুমে কোনো ভাবেই কুলিয়ে উঠতে পারছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল। কোপা দেল রে থেকে আনচেলত্তির শিষ্যরা আগেই ছিটকে পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগে বেশ কষ্ট করেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা।

আর স্প্যানিশ লা লিগায় বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে হেরে শীর্ষ স্থান থেকে চার পয়েন্ট দূরে তারা। ২৮ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৬৮ পয়েন্ট। আর সমান ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৬৪ পয়েন্ট।

তবে, চ্যাম্পিয়ন্স লিগে কোনোমতে শালকেকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। শেষ আটের লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

দলের এমন বেহাল দশাতেও হাল ছাড়ছেন না আনচেলত্তি। তিনি বলেন, আমি আগে থেকেই বলে আসছি আমার মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। আর আমরা সে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।

এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে পরাজয়ের প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, পরাজয়টা কঠিন ছিল। তবে আমি যেমনটা চেয়েছিলাম মাঠে ছেলেরা তেমনই খেলেছে। যা ভবিষ্যতে আমাদের সাহায্য করবে। বার্সার বিপক্ষে হেরে আমরা হতাশ নই।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।