ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় হকির ফাইনাল সোমবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
জাতীয় হকির ফাইনাল সোমবার ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান ৩০তম জাতীয় হকির ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার (০৬ এপ্রিল)। এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মইনুজ্জামান, টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেশ আলী খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩.১০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে রোববার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনীর এবং বেলা ৩টায় ফরিদপুর লড়বে ঢাকা জেলার বিপক্ষে। এছাড়া ৬ এপ্রিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হবে ১০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।