ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোচিং করাতে মালয়েশিয়া যাচ্ছেন শহীদুজ্জামান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
কোচিং করাতে মালয়েশিয়া যাচ্ছেন শহীদুজ্জামান ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ থ্রোবলের গর্বের নাম কোচ বিএম শহীদুজ্জামান। শুধু দেশের মধ্যেই তার খ্যাতি সীমিত থাকছে না, ছড়িয়ে পড়ছে বিদেশেও।

সম্প্রতি তার জন্য মিলল আরেকটি সুসংবাদ, মালয়েশিয়ার জুনিয়র থ্রোবল টিমকে বিশেষ প্রশিক্ষণের জন্য শহীদুজ্জামানকে আমন্ত্রণ জানিয়েছে সে দেশের থ্রোবল ফেডারেশন।

ফলে, আগামী ১৩ এপ্রিলে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। ২৬ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন বাংলাদেশের গর্বিত থ্রোবল কোচ শহীদুজ্জামান।

শনিবার নন্দিত কোচ শহীদুজ্জামানকে অভিনন্দন জানায় বাংলাদেশ থ্রোবল ফেডারেশন ও দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পাশাপাশি তাকে জার্সি প্রদান করে ওয়ালটন। দেশের বাইরে গিয়েও যেন তিনি সুনাম বয়ে আনতে পারেন, এমন শুভকামনা জানানো হয় বাংলাদেশ থ্রোবল ফেডারেশন ও ওয়ালটন পরিবারের পক্ষ থেকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।