ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

‘কুৎসিত ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, এপ্রিল ৪, ২০১৫
‘কুৎসিত ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’ ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি ইংলিশ প্রিমিয়ার লিগকে ধরা হচ্ছে ‘কুৎসিত ইংলিশ প্রিমিয়ার লিগ’ হিসেবে। এবারের মৌসুমে এখন পর্যন্ত (০৪ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচের আগ পর্যন্ত) ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা হলুদ কার্ড দেখেছেন এক হাজার ৯৮ বার।



২০১৪-১৫ মৌসুমের আগে সর্বোচ্চ হলুদ কার্ড দেখে যায় ১৯৯৮-৯৯ মৌসুমে। সেবার সর্বোচ্চ এক হাজার ৪০৪ বার ফুটবলাররা হলুদ কার্ড দেখেছেন। তবে, এ সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে এবারের আসর। কারণ, এখনও ইংলিশ প্রিমিয়ারের ৮১টি খেলা বাকি রয়েছে।

ইএসপিএন ডট কমের এক জরিপে দেখা যায়, এ মৌসুমে প্রতি ম্যাচে রেফারিকে গড়ে হলুদ কার্ড বের করতে হয়েছে ৩.৬৮ বার। আর লাল কার্ডসহ প্রতি ম্যাচে রেফারিকে মোট কার্ড বের করতে হয়েছে ৩.৮৬ বার।

১৯৯৮-৯৯ মৌসুমে সর্বোচ্চ হলুদ কার্ড দেখাতে হয়েছে গড়ে ৩.৬৯ বার। আর সে আসরে রেফারিকে মোট কার্ড বের করতে হয়েছিল গড়ে ৩.৮৮ বার (হলুদ ও লাল কার্ডসহ)।

এ পর্যন্ত ৭৪ টি হলুদ আর ৪ টি লাল কার্ড পাওয়া এ মৌসুমের বাজে দলের খেতাবটি দেওয়া যেতে পারে সান্দারল্যান্ডকে। স্টোকসিটিকে বাজে দলের দ্বিতীয় অবস্থানে রাখা যেতে পারে। ৬৯টি হলুদ কার্ডের পাশাপাশি স্টোক সিটির ফুটবলাররা দেখেছে নয়টি লাল কার্ড। তবে, হলুদ কার্ড দেখাতে এগিয়ে রয়েছে অ্যাস্টন ভিলা। তাদের কোনো লাল কার্ড না থাকলেও হলুদ কার্ড রয়েছে ৭৮টি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।