ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

খেলা

৬৬ গজ দূর থেকে গোল (ভিডিও)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, এপ্রিল ৫, ২০১৫
৬৬ গজ দূর থেকে গোল (ভিডিও)

ঢাকা: প্রিমিয়ার লীগের এযাবতকালের গোলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে স্টোক সিটির মিডফিল্ডার চার্লি ‍অ্যাডামের গোলটি। শুধু গোলকিপারই নন ৬৬ গজ দূর থেকে গোল করে চেলসির মাঠে দর্শকদের অবাক করে দিয়েছেন এ মিডফিল্ডার।



বাঁ পায়ের কিকের গোলটিকে প্রিমিয়ার লীগের ইতিহাসে সেরা গোলগুলোর একটি বলা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গোলটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

ঘণ্টায় ৪৫.১ কিলোমিটার বেগে অ্যাডামের ওই গোলটির পর চেলসি গোলরক্ষক থিবত করতয়েসের  অঙ্গভঙ্গি এমন, আমার কিছুই করার ছিলনা। যদিও ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এর আগে ২০০৬ সালে  লিভারপুলের হয়ে নিউক্যাসেলের বিপক্ষে ৭০ গজ দূর থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি ‍অ্যালনসো।

১৯৯৬ সালে লম্বা দূরত্বে গোলে‍র মাধ্যমে আলোচনায় আসেন ডেভিড বেকহাম।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।