ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে হেরেরার জোড়া গোল আর ওয়েইন রুনির গোলে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানইউ।
ম্যাচের শুরুতে লুইস ফন গাল ম্যানইউয়ের শুরুতে গোলের দেখা পাওয়ার আশায় মাঠে পাঠান ভ্যালেন্সিয়া, মার্কো রোহো, ক্যারিক, হেরেরা, মাতা, ফেল্লাইনি, ইয়ং আর ওয়েইন রুনির মতো তারকাদের। তবে, ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই গোলের দেখা মেলে নি ম্যানইউয়ের।
কিছুটা ছন্দহীন হয়ে খেলতে থাকা স্বাগতিকদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত। ড্যালি ব্লাইন্ডের অ্যাসিস্ট থেকে দলের লিড নেওয়া গোলটি করেন হেরেরা।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৭৯তম মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ওয়েইন রুনি। রুনির গোলের যোগানদাতা ছিলেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তবে, এক মিনিট পরেই ব্যবধান কমায় অ্যাস্টন ভিলার ক্রিস্টিয়ান বেনতেক।
ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হেরেরা তার জোড়া গোল পূর্ণ করেন। হুয়ান মাতার সহযোগিতায় দলের তৃতীয় গোলটি করেন হেরেরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফন গাল শিষ্যরা।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিনে চলে এসেছে ম্যানইউ। ৩০ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। আর এক ম্যাচ বেশি খেলে আর্সেনাল ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুইয়ে। ৩১ ম্যাচ থেকে ম্যানইউয়ের সংগ্রহ ৬২।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫
এমআর