ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির জয়, ইনজুরিতে কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
চেলসির জয়, ইনজুরিতে কস্তা

ঢাকা: শিরোপা জয়ের পথে আরো একধাপ এগোলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ত্রিশতম ম্যাচে স্টোক সিটিকে ২-১ গোলে পরাজিত করে হোসে মরিনহোর শিষ্যরা।

প্রত্যাশিত জয় পেলেও দিয়েগো কস্তার ইনজুরি ব্লুজদের জন্য দুঃসংবাদ বয়ে আনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্কারের বদলি হিসেবে মাঠে নামেন দলের অন্যতম সেরা স্ট্রাইকার কস্তা। কিন্তু, ১১ মিনিট খেলেই পুনরায় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন ব্রাজিল বংশোদ্ভুত এ স্প্যানিশ ফুটবলার।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধের ৩৯ মিনিটে ডি-বক্সের মধ্যে সেস ফ্যাব্রিগাসকে ট্যাকল করেন স্টোক ডিফেন্ডার ফিলিপ ওলসসেইড। সঙ্গে সঙ্গেই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল আদায় করে নেন সেস ফ্যাব্রিগাস। পাঁচ মিনিট পরেই প্রায় ৬৫ গজ দূর থেকে দুরপাল্লার শটে এক অবিশ্বাস্য গোল করেন মিডফিল্ডার চার্লি অ্যাডাম। এটিই হয়তো এ মৌসুমের সেরা গোলের খেতাব পাবে। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এডেন হ্যাজার্ডের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার লইক রেমি। এরপর কোনো দলই ‍আর গোলের দেখা পায়নি। তাই নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।

পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা আরো দৃঢ় করলো চেলসি। হাতে রয়েছে আর আট ম্যাচ। এখন পর্যন্ত ৩০ ম্যাচ শেষে ২১ জয়, সাত ড্র ও দুই পরাজয়ে ৭০ পয়েন্ট ব্লুজদের। সমান ম্যাচে ৬১ পয়েণ্ট নিয়ে চারে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলে ৬৩ পয়েন্টে দুইয়ে আর্সেনাল ও ৬২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১০১২ ঘন্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।