ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি, রোনালদোর থেকেও সেরা হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
মেসি, রোনালদোর থেকেও সেরা হ্যাজার্ড

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা চেলসির অধিনায়ক জন টেরির চোখ শিরোপার দিকে। আর দলকে শিরোপা পাইয়ে দিতে তিনি দলের মূল অস্ত্র হিসেবে দেখছেন ইডেন হ্যাজার্ডকে।

তার মতে, হ্যাজার্ড একাই যে কোনো ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে সক্ষম।

এখানেই থেমে থাকেনি টেরির চিন্তা-ভাবনা। জানিয়ে দিলেন, বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা স্ট্রাইকার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও এগিয়ে বেলজিয়ামের অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাজার্ড।

চেলসি নিজেদের সর্বশেষ ম্যাচে স্টোকসিটিকে ২-১ গোলে হারিয়েছে। এ ম্যাচের প্রথম গোলটি করে দলকে লিড পাইয়ে দেন হ্যাজার্ড। ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলটি করেন হ্যাজার্ড।

বেলজিয়ান এ তারকা প্রসঙ্গে চেলসি দলপতি টেরি বলেন, হ্যাজার্ড অসাধারণ একজন ফুটবলার। চলতি মৌসুমে সে আমার দলের সেরা অস্ত্র। আমি মনে করি, মেসি আর রোনালদোর থেকেও বড় মাপের ফুটবলার হ্যাজার্ড। আর সেটা ইতোমধ্যেই সে প্রমাণ করে চলেছে।

২৪ বছর বয়সী হ্যাজার্ড লিলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। এ বেলজিয়ান তারকা দেশের জার্সি গায়ে খেলেছেন ৫৬ ম্যাচ। আর বর্তমান ক্লাব চেলসির হয়ে মাঠে নেমেছেন ৯৬টি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।