ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইস্তাম্বুলের টিম বাসে গুলিবর্ষণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
ইস্তাম্বুলের টিম বাসে গুলিবর্ষণ

ঢাকা: তুরস্কে অনুষ্ঠিত সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক রাইজেসপোরকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফেনেরবাচ। বড় জয়ই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়।

ইস্তাম্বুলে ফেরার পথে ফেনেরবাচের টিম বাসে এক আততায়ী শটগান দিয়ে গুলিবর্ষণ করে।

তুরস্কের শহর ট্রাবজনের কাছাকাছি অবস্থানে ন্যাক্কারজনক এ হামলা চালানো হয়। তবে, এ ঘটনায় কেউ নিহত হয়নি। মাথায় গুলিবিদ্ধ হন বাসের ড্রাইভার। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খেলোয়াড়রা সবাই অক্ষত রয়েছেন।

বাসে ফুটবলার ও কোচিং স্টাফসহ মোট ৪০জন সদস্য ছিলেন। গুলিবর্ষণের সঙ্গে সঙ্গেই বাসে থাকা নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। নিরাপত্তা দলের সদস্য হাসান চেলিনকায়া বলেন, ‘গুলিবিদ্ধ হয়েও ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ ঠিক রাখেন। এরপর তিনি বাসটি থামিয়ে দেন। অন্যথায়, বড় ধরণের দুর্ঘটনা ঘটতো। ’

প্রাদেশিক রাজধানী ট্রাবজনের গভর্নর আবদুলচেলি ওজি বলেন, ‘অপ্রত্যাশিত এ হামলায় ফেনেরবাচ খেলোয়াড়দের বহনকারী বাসের ড্রাইভার গুলিবিদ্ধ হয়েছে। এটি খুবই দুঃখজনক। আক্রমণকারীকে অবশ্যই শাস্তির আওতায় ‍আনা হবে। ’

ফেনেরবাচের ভাইস প্রেসিডেন্ট মাহমুত উসলু বলেন, ‘আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। অথচ ম্যাচ শেষে ফেরার পথে আমাদের ওপর হামলা চালানো হলো। এর পেছনে ট্রাবজোনপোরের সমর্থকদের হাত রয়েছে। তারা আমাদেরকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু, কেন এমন ঘৃণ্য কাজ করলো? তাদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। ’

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘন্টা, এপ্রিল ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।