ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত গ্রানাডা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত গ্রানাডা ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ছুটির পর লা লিগার ম্যাচে আবারো মাঠে নামে রিয়াল মাদ্রিদ। আর ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুর এ ম্যাচটিতে এক ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই বিধ্বস্ত হয় গ্রানাডা।

ম্যাচে রোনালদো পাঁচ গোলে ৯-১ গোলে জয় পায় রিয়াল।

এদিন খেলার প্রথমেই অবশ্য লিড নেন গ্যারেথ বেল। রিয়ালের হয়ে গত কয়েকটি ম্যাচে বাজে ফর্মে থাকা ওয়েলস তারকা খেলার ২৫ মিনিটে টনি ক্রুসের পাস থেকে দারুণ একটি গোল আদায় করে নেন ।

তবে এরপরেই শুরু হয় রোনালদো কাব্য। খেলার ৩০ মিনিটে ইনজুরি থেকে ফিরে আসা জেমস রদ্রিগেজের অ্যাসিস্টে গ্রানাডা ডিফেন্ডারকে ফ‍াঁকি দিয়ে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। পরে খেলার ৩৬ ও ৩৮ মিনিটে আরো দুটি গোল করলে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুত হ্যাট্রিক পূরণ করেন ব্যালন ডি’অর জয়ী এ তারকা। আর ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গ্যালাকটিকোরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় রিয়াল ফুটবলাররা। সেই সুবাদে খেলার ৫২ মিনিটে রদ্রিগেজের পাস থেকে অসাধারণ একটি গোল করেন করিম বেনজেমা। তবে দু’মিনিট পরেই নিজের চতুর্থ ও দলের হয়ে ষষ্ঠ গোল করেন রোনালদো।

এদিন রোনালদোর সঙ্গে ফ্রেঞ্চ তারকা বেনজেমাও জ্বলে ওঠেন। তাই খেলার ৫৬ মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি আরবেলোয়ার সহায়তায় দলের সপ্তম গোল করেন এ স্টাইকার।

এদিন খেলার ৭৪ মিনিটে অবশ্য একটি গোল করে ব্যবধান কমায় সফরকারি গ্রানাডা। ইউসুফ আল আরাবির পাস থেকে ইকার ক্যাসিয়াসকে বোকা বানিয়ে গোল করেন রবার্টো ইবানেজ।

তবে গোল হজম করতে করতে দিশেহারা সফরকারিরা খেলার ৮৩ মিনিটে নিজেদের জালেই আত্মঘাতি গোল করে বসে। রিয়ালের সঙ্গবদ্ধ একটি আক্রমণ বাঁচাতে নিজেদের জালেই বল পাঠান গ্রানাডা ডিফেন্ডার মাইনজ। রিয়াল এগিয়ে যায় ৮-১ গোলে।

এদিকে চার গোল করে ক্ষান্ত হননি তিনবারের বিশ্বসেরা স্টাইকার রোনালদো। খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে লুকা মদ্রিচের পাস থেকে নিজের পঞ্চম ও দলের নবম গোল করেন তিনি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৯-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।