ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঢাকা ও চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
ঢাকা ও চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা ফাইল ফটো

ঢাকা: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। ইংল্যান্ডসহ আইসিসি’র সহযোগী সদস্য দেশ আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগাররা।



বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করায় একাধিক সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামি ১০ এপ্রিল চট্টগ্রামে টাইগারদের সংবর্ধনা দেবে জেলা ক্রীড়া সংস্থা ও  বিভাগীয় ক্রীড়া সংস্থা (ফোরাম)।

এর পর ১১ এপ্রিল ঢাকার মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় হবে টাইগাদের সংবর্ধনার দ্বিতীয় পর্ব।

রোববার সন্ধ্যায় বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বোর্ড সভাপতি জানান, ‘আজ বোর্ড সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।   এর মধ্যে প্রথমেই ছিল বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে। আমাদেরকে অনেকেই চিঠি দিয়েছে তারা জাতীয় দলকে সংবর্ধনা দিতে চায়।   তাদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা ও তাদের সংগঠন ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ক্লাবগুলোর মধ্যে আবাহনী, মোহামেডান ও উত্তরা ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল। আসলে ক্রিকেটাররা এখন ব্যস্ত। বিসিএল শুরু হয়েছে। সময় নেই। তাই চট্টগ্রামে একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে জেলা ক্রীড়া সংস্থা ও ফোরাম মিলে। ঢাকায় আমরা করবো। এটা হবে বিসিবি’র ব্যবস্থাপনায়। সেখানে যারা যারা আগ্রহ দেখিয়েছিল, তাদের আমরা চিঠি দেব। তারা এখানে আসতে পারবে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।