ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোনেম মুন্নার পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
মোনেম মুন্নার পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছে বিসিবি মরহুম মোনেম মুন্না

ঢাকা: ৯০’র দশকের মাঠ কাঁপানো ফুটবলার মরহুম মোনেম মুন্নার পরিবারকে  অর্থ সহায়তা (পাঁচ লক্ষ টাকা) দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   এছাড়া ঘরোয়া লিগের ক্রিকেটার তাইবুর রহমানের চিকিৎসার ব্যয় বহন করবে বিসিবি।

 

রোববার বিসিবি’র বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমাদের একজন ক্রিকেটার (তাইবুর রহমান) উদীয়মান খেলোয়াড়-গত বছরও লিগে তার একটি ডাবল সেঞ্চুরি ছিল (ঘরোয়া লিগে), তার অস্ত্রোপচার করাতে হবে। আমরা বলেছি, তার খরচ আমরা দিয়ে দিব। ’

মোনেম মুন্নার পরিবারকে সহায়তা প্রসঙ্গে পাপন বলেন, ‘আজকের বোর্ড মিটিংয়ে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি  ফুটবলার মোনেম মুন্নার পরিবারকে আমরা পাঁচ লক্ষ টাকা অর্থ সহায়তা দেব।   সে (মুন্না) এক সময় নামকরা ফুটবলার ছিল। মুন্নার স্ত্রী আমাদের কাছে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন। খুব খারাপ সময় যাচ্ছে তার পরিবারের। তাই আমরা বিসিবি’র পক্ষ থেকে সহায়তা করছি। ’

উল্লেখ্য, নারায়নগঞ্জের ফুটবলার মোনেম মুন্না ১৯৮৬ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। ১৯৯৯ সালে  কিডনি সমস্যা ধরা পড়ে তার। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ মুন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ১২ ফেব্রুয়ারি  না ফেরার দেশে চলে যান এই কীর্তিমান ফুটবলার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।