ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুই আর্জেন্টাইনের পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
দুই আর্জেন্টাইনের পাশে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: রোববার (৫ মার্চ) লা লিগার ম্যাচে গ্রানাডাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোদের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো একাই করেন পাঁচ গোল।

এরই সঙ্গে আরেকটি মাইলফলক স্পর্শ করেন এ পর্তুগিজ তারকা।

বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। সময় নেন মাত্র আট মিনিট। যা তার ক্যারিয়ারের দ্রুততম হ্যাটট্রিক। এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে সব ধরণের প্রতিযোহিতা মিলিয়ে ২৮টি হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন রোনালদো। যা তাকে নিয়ে যায় রিয়ালের সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর কাতারে।

বার্সেলোনার অার্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেও স্পর্শ করেন রোনালদো। স্প্যানিশ লিগে এখন পর্যন্ত দু’জনই ২৪টি করে হ্যাটট্রিক করেন। অবশ্য, সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিদ্বন্দ্বীকে চার ধাপ পেছনে ফেলেছেন মেসি। বার্সার হয়ে চারবারের বিশ্বসেরা এ ফুটবলারের দখলে রয়েছে ৩২টি হ্যাটট্রিক।

উল্লেখ্য, আর একটি গোল করলেই ক্যারিয়ারের তিনশ লিগ গোলের রেকর্ড গড়বেন রোনালদো। তার ক্যারিয়ারের শুরুটা হয় স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। এক বছর পরেই ২০০৩ সালে পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ছয় মৌসুম কাটানোর পর ২০০৯ সালে রিয়ালে যোগ দেন।

পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনের হয়ে তিনটি, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর হয়ে ৮৪টি এবং বর্তমান ক্লাব রিয়ালের হয়ে লা লিগায় এখন পর্যন্ত ২১৩ গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে তার লিগ গোলের সংখ্যা ২৯৯টি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।