ঢাকা: ফ্রেঞ্চ লিগের হাইভোল্টেজ ম্যাচে অলিম্পিক মার্শেইকে ৩-২ গোলে হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে, দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ মারাত্মক বিপদের হাত থেকে বেঁচে যান।
মার্শেইয়ের মাঠ স্তেদ ভেলোদ্রোম থেকে প্রায় ৮০০ মিটার দূরে থাকতে পিএসজির টিম বাসে একটি গলফ বল আঘাত হানে। বলটি এতোই দ্রুতগতিতে আসে যে, জানালার গ্লাস ভেঙে বাসের ভেতরে ঢুকে পড়ে। তবে, এতে কেউ আহত হয়নি।
যেদিক দিয়ে গলফ বলটি প্রবেশ করে ঠিক ঐ অাসনেই বসা ছিলেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ভাগ্য ভালো যে বলটি জানালার উপরের অংশে আঘাত হানে। কে বা কারা এটি ছুড়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
মার্শেইয়ের সঙ্গে জিতে লিগ টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে ইব্রাহিমোভিচ-কাভানিরা। অবশ্য, আত্মঘাতী গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। স্বাগতিকদের হয়ে দু’টি গোলই করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার আন্দের জিগন্যাক। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল দু’টি করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ব্লেইস মাতুইদি ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস। আত্মঘাতী গোলটি আসে মার্শেইয়ের ডিফেন্ডার জেরেমি মোরেলের পা থেকে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএম