ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

মেসিকে পেছনে ফেললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, এপ্রিল ৬, ২০১৫
মেসিকে পেছনে ফেললেন রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম পাঁচ গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল ঘরের মাঠ বার্নব্যুতে নিজের দ্রুততম হ্যাট্রিকও পূরণ করেন সিআর সেভেন।

আর এরই সঙ্গে এই মৌসুমে বার্সেলোনা তারকা লিওনেল মেসির করা ৩২ গোলকে ছাপিয়ে শীর্ষে পৌছে গেছেন পর্তুগিজ অধিনায়ক। ব্যালন ডি’অর জয়ী এ তারকার বর্তমান গোল ৩৬টি।

এদিকে পাঁচ গোলের মধ্যে দিয়ে তিনটি লিগে খেলা রোনালদো ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ক্যারিয়ার শুরু করা স্পোটিংয়ের হয়ে ২৫ ম্যাচে করেছিলেন তিন গোল। পরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬ ম্যাচে করেছিলেন ৮৪ গোল। আর এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১৯১ ম্যাচে করেছেন ২১৩ গোল।

এছাড়া রোনালদো আর একটি গোল করলে পার করবেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় অষ্ঠম স্থানে থাকা সাবেক রিয়াল তারকা পাছিনোকে (২১৪)। আর রোনালদোর পরের টার্গেট হবে ২১৯ গোল করে সপ্তম স্থানে থাকা কুইনির। লা লিগায় অবশ্য সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর্জেন্টাইন অধিনায়ক লিগে ৩০৪ ম্যাচে এখন পর্যন্ত ২৭৫ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।