ঢাকা: মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫’। সোমবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিগে অংশগ্রহণকারী ১১ দলের মধ্যে ৯টি দলের অধিনায়ক, কোচ এবং কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রফেশনাল ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম এবং সদস্য হাসানুজ্জামান খান বাবলু।
ক্লাবগুলোর পক্ষে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ম্যানেজার জুয়েল রানা, কোচ ড্রাগান ডুকানোবিচ, অধিনায়ক মিঠুন চৌধুরী, বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের কোচ মারুফুল হক, অধিনায়ক নাসির, ঢাকা আবাহনী লিমিটেডের কোচ জর্জ কোটান, অধিনায়ক প্রাণতোষ কুমার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার ফিরোজ মাহমুদ হোসেন টিটু, কোচ আবু ইউসুফ, অধিনায়ক এনামুল হক।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, কোচ কাজী জসিম উদ্দিন আহমেদ জসি, অধিনায়ক অরূপ কুমার বৈদ্য, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কোচ সৈয়দ নঈমুদ্দিন, অধিনায়ক ইউসুফ আলী খান, টিম বিজেএমসির ম্যানেজার আরিফুল হক চৌধুরী লিয়ন, স্যামসন ইলিয়াসু, রহমতগঞ্জ এমএফএস-এর ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ, কোচ কামাল আহমেদ বাবু, অধিনায়ক জাহাঙ্গীর আলম এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সোহেল রানা এবং অধিনায়ক সুজন চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রাসেলের কোচ ড্রাগান ডুকানোভিচ বলেন, ‘লিগের আগে বিকেএসপিতে প্রস্তুতি ক্যাম্প অনেকটাই সহায়ক হবে লিগের জন্য। ফেডারেশন কাপে দলের ৪/৫ জন চোট পেয়েছিলো। তারা এবারের লিগে অংশ খেলতে পারবে। চ্যাম্পিয়ন হবার জন্যই লিগে অংশ নিয়েছি। দলটি পুরোপুরি ফিট আছে। খেলার জন্য মুখিয়ে আছে সবাই। '
শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরী বলেন,‘লিগে ছোট বড় দল বলে কিছু নেই। সবাই সমান, এবারে অনেকগুলো ভালো দল আছে। আশা করছি এবার একটা জমজমাট লিগ হবে। সব টিমের সঙ্গেই ভালো করতে হবে। জয়ের বিকল্প কিছুই নেই আমাদের সামনে। ’
পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের কোচ মারুফুল হক বলেন, ‘মৌসুমের শুরুতেই ফেডারেশন কাপ জিতেছি। এবার লিগের শিরোপা ধরে রাখতে চাই। আমার দলের বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দল এবং যুব দলের হয়ে খেলায় পুরো দল নিয়ে বেশিদিন অনুশীলন করতে পারিনি। ফলে প্রস্তুতিটা যেমন চেয়েছিলাম, তেমনটি হয়নি। তারপরও লিগে খেলব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষেই। ’
মারুফুল আরও বলেন, ‘এ মৌসুমে জামালের শিরোপার পথে বাধা মুক্তিযোদ্ধা, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ও শেখ রাসেল। টাইট শিডিউলের জন্য লিগটা দুই লেগে হচ্ছে। তবে গতবারের মতো তিন লেগে হলে সবার জন্যই ভাল হতো। এতে ম্যাচ বেশি খেলা যেত। ’
শেখ জামালের অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা লিগের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে চাই এবং প্রথম ম্যাচেই জয় দিয়ে লিগে শুভ সূচনা করতে চাই। ’
প্রথম ম্যাচে প্রতিপক্ষ শেখ জামালকে ছাড় দিতে নারাজ ফরাশগঞ্জের ম্যানেজার সোহেল রানা জানান, ‘মঙ্গলবারের ম্যাচে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভাল খেলার। সার্বিক ভাবে এবারের লিগে ষষ্ঠ বা সপ্তম স্থান অধিকার করতে পারলেই আমরা খুশি থাকব। ’
অধিনায়ক সুজন চৌধুরী বলেন, 'বড় দলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই। জামাল শিরোপা প্রত্যাশী দল। তাই তাদের বিপক্ষে আমাদের চেষ্টা থাকবে ভাল কিছু করার। ভাল খেলা উপহার দিতে চাই দর্শকদের। '
এদিকে ঐতিহ্যবাহী মোহামেডান এবার অনেকটাই তারুণ্য নির্ভর দল সাজিয়েছে। তবু এই দল নিয়েই চ্যাম্পিয়ন হবার জন্য লড়বে তারা। সাদা-কালো শিবিরের কোচ জসিমউদ্দিন আহমেদ জোসি ও অধিনায়ক অরুপ কুমার বৈদ্যের মুখে একই কথা, ‘আমাদের দলটি অনেক বেশি তারুণ্য নির্ভর, কিন্তু এ দল নিয়েই শিরোপার স্বাদ গ্রহণ করতে চাই। '
ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটান জানালেন, 'দলটি ভালো মানের হলেও ভালো গোল স্কোরারের অভাব রয়েছে। আর এবারের লিগে তিন-চারটি দলের মধ্যেই মূলত চ্যাম্পিয়ন হবার লড়াইটা হবে। '
অধিনায়ক প্রাণতোষ কুমার বলেন, ‘আবাহনী ফেডারেশন কাপে বেশ কিছু ভুল করেছে। গোল মিস করেছে। সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে লিগে ভালো করতে চাই। '
মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ, জানালেন, 'খুবই আশাবাদী দলকে নিয়ে আমি। লিগে নাম্বার ওয়ান হতে চেষ্টা করবো। যে সমস্ত ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে চেষ্টা করবো। ’
দলীয় অধিনায়ক ও ফেডারেশন কাপের অন্যতম সেরা খেলোয়াড় এনামুল হক বললেন, ‘লিগের প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করতে চাই। আমরা যখন প্রথম ক্যাম্প শুরু করি। সেই থেকেই দলের সবার মধ্যে একটা জেদ আছে ভালো করার। দলের সবার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে নিজেকে ছাড়িয়ে যাবার। যে কারণে ভালো করার একটা সুযোগ থেকেই যাচ্ছে। ’
ব্রাদার্স ইউনিয়নের কোচ নঈমুদ্দিন জানালেন‘টিম প্রস্তুত আছে লিগের জন্য। সবাই খেলার জন্য মুখিয়ে আছে। এখন সব ঠিকঠাক থাকলে সুন্দরভাবেই শুরু করতে চাচ্ছি খেলা। ’
দলীয় অধিনায়ক ইউসুফও আশাবাদী। বললেন, ‘প্রথম ম্যাচ ৯ তারিখ। জয় দিয়ে শুরু করতে চাই। ভালো করার ব্যাপারে আশাবাদী। ’
তবে বিজেএমসি,ফরাশগঞ্জ, ফেনী সকারের মতো ছোট দলগুলোর প্রত্যাশা লিগে অন্তত চতুর্থ অথবা পঞ্চম হওয়া।
সব মিলিয়ে জমজমাট একটি ফুটবল আসরের প্রত্যাশায় উন্মুখ সবাই।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
ইয়া/এমএমএস/আরআই