ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় হকির শিরোপা ফরিদপুরের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
জাতীয় হকির শিরোপা ফরিদপুরের

ঢাকা: ৩০ গোল্ডকাপ জাতীয় হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে।

জয়ী দলের হয়ে প্রশান্ত কুমার সরকার ও পুস্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন।

আর বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাইনুল ইসলাম কৌশিক (২৫ মিনিটে)।

কৌশিক টুর্নামেন্টে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা লাভ করেন।   টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ফরিদপুর জেলার পুস্কর ক্ষিসা মিমো। তিনিও পান ১৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল ফরিদপুর ৫০ হাজার এবং রানার্সআপ নৌবাহিনী ৩০ হাজার টাকা প্রাইজমানি পায়।

এছাড়া জাতীয় হকিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থান নির্ধারনী খেলায় তারা ২-১ গোলে হারায় ঢাকা জেলাকে। সেনাবাহিনীর মিলন হোসেন ১৩ মিনিটে এবং সিরাজুল ইসলাম ৫৩ মিনিটে গোল করেন। ঢাকা জেলার অজিত কুমার গোল করেন ২৮ মিনিটে।

এ আসরের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছিল এটিএন বাংলা। বিকেলে এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুস সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা, টুর্নামেন্ট কমিটির সম্পাদক জাফরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।