ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ: কোরিয়া থেকে এবার ম্যাচের আমন্ত্রণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
দ: কোরিয়া থেকে এবার ম্যাচের আমন্ত্রণ

ঢাকা: গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ক্লাব বুসান আই পার্ক খেলে গেছে বাংলাদেশের শীর্ষ ক্লাব শেখ জামালের সঙ্গে। ম্যাচে ২-০ গোলে হারে জামাল।

সেবার দক্ষিণ কোরিয়া ফুটবল এসোসিয়েশন (কেএফএ)'র প্রেসিডেন্ট চুং মং জু এসেছিলেন দলটির সাথে। কথা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের সাথে ভ্রাতৃত্ব বন্ধনের।

তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়া জাতীয় দল আসছে বাংলাদেশে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী মো: সালাউদ্দিন। সোমবার সকালে কাজী সালাউদ্দিনের সাথে দ: কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হয়।

সামনে রয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বসহ সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগেই টাইগার অফ এশিয়া খ্যাত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে অংশ নিবে লাল-সবুজের জার্সিধারীরা।

তবে কবে, কখন ম্যাচটি অনুষ্ঠিত হবে তা এখনই চুড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।