ঢাকা, শুক্রবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

সমর্থকদের শরীর চর্চা করতে বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, এপ্রিল ৭, ২০১৫
সমর্থকদের শরীর চর্চা করতে বললেন রোনালদো

ঢাকা: লা লিগায় গ্রানাডার বিপক্ষে পাঁচ গোল করে এ মৌসুমে আবারো শীর্ষ গোলদাতা হলেন ক্রিস্টিয়‍ানো রোনালদো। আর নিয়মিত শরীর চর্চা ও অধ্যাবসায়ের মাধ্যমে সবকিছুই সম্ভব বলে সমর্থকদের জানালেন এ রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।



এ বছর মোটেও ভালো যায়নি পর্তুগিজ অধিনায়কের। প্রায় ম্যাচে গোলক্ষরায় ছিলেন তিনি। তবে গত রোববার গ্রানাডার বিপক্ষে রিয়ালের ৯-১ গোলে জয়ের ম্যাচে দারুণ ভাবে ফিরে আসেন সিআর সেভেন।

পরে ব্যালন ডি’অর জয়ী তারকা তার টুইটার অ্যাকাউন্টে সাইকেলের সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি সমর্থকদের সাইকেল চালানোর জন্য উৎসাহ দেন।

ছবিটি নিচে রোনালদো সমর্থকদের উদ্দ্যেশে লিখেন, ‘শরীর চর্চার মাধ্যমে সব কিছুই সম্ভব। এটা শরীর ও মনের জন্য খুবই উপকারী। ’

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।