ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

স্টারলিংকে দলে নিতে রিয়ালের পর্যবেক্ষণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, এপ্রিল ৭, ২০১৫
স্টারলিংকে দলে নিতে রিয়ালের পর্যবেক্ষণ রাহিম স্টারলিং

ঢাকা: সাবেক রিয়াল মাদ্রিদ তারকা জিনেদিন জিদান জানিয়েছেন, লিভারপুল স্ট্রাইকার রাহিম স্টারলিংয়ের ওপর পর্যবেক্ষণ করছে স্প্যানিস জায়ান্ট রিয়াল। স্টারলিং বর্তমানে অ্যানফিল্ডে ব্রেন্ডন রাজার্সের অধীনে দারুণ সময় পার করছেন।



এর আগে স্টারলিং বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন টাকার কাছে বিক্রি হতে চান না তিনি। তার ভাষ্য অনুযায়ী তিনি অল রেডসদের হয়ে খেলা চালিয়ে যেতে চান। অ্যানফিল্ডের সঙ্গে ২০ বছর বয়সী এ তরুণের ২০১৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে।

এদিকে রিয়ালের সহকারী কোচের দায়িত্ব পালন করা সাবেক ফ্রেঞ্চ অধিনায়ক জানিয়েছেন, লা গ্যালাকটিকোরা প্রতিনিয়ত স্টারলিংয়ের ওপর নজর রাখছে।

জিদান বলেন, ‘আমরা জানি কে এই স্টারলিং। আর অবশ্যই একজন ফুটবলার হিসেবে আমরা তার ওপর পর্যবেক্ষণ করছি। ’

ফ্রান্সের হয়ে ৯৮’র বিশ্বকাপ জয়ী এ তারকা আরো বলেন, ‘বিশ্বে অল্প কিছু ফুটবলার আছে যারা রিয়ালে খেলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছে। সুতরাং আমরা সব সময় সেরা তরুণ ফুটবলারদের পর্যবেক্ষণ করে থাকি। ’

তিনি আরো বলেন, ‘এটাই আমাদের প্রথম না, এর আগে আমরা গ্যারেথ বেল, ইসকো ও ভারানেকে পর্যবেক্ষণ করে দলে নিয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।