ঢাকা: স্প্যানিস লিগ, লা লিগায় আরো নয়টি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি ক্লাবকে। আর এরই মধ্যে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।
তবে রিয়াল ডিফেন্ডার আলভারো আরবেলোয়া জানিয়েছেন, এখনও বার্সাকে পেছনে ফেলতে তারা আত্মবিশ্বসী। কারণ কাতালান ক্লাবটির সামনে কঠিন সূচি রয়েছে।
স্প্যানিস জায়ান্ট দুটি দল লিগে সেভিয়া ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে। তবে এর আগে বার্সাকে অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে কালদরনে গিয়ে দিয়েগো সিমিওনের শিষ্যদের বিপক্ষে খেলতে হবে। আর আরবেলোয়া বিশ্বাস করেন, সে ম্যাচে কাতালানরা হারবে।
আরবেলোয়া বলেন, ‘বার্সেলোনার সামনে আমাদের থেকেও কঠিন সূচি। আর আমাদের লক্ষ থাকবে আগামী প্রতিটি ম্যাচেই জয়। আমরা জানি এটা সহজ না তবে এটাই আমাদের মূল উদ্দ্যেশ। ’
রিয়ালের হয়ে ফুল ব্যাকে খেলা এ তারকা আরো বলেন, ‘ অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে আমাদের লিগে গুরত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে হবে। আমরা আগামী দুটি ম্যাচে নিজেদের সেরাটাই খেলতে চাই। অবশ্যই আমাদের রায়ো ভায়োকানো ও এইবারের বিপক্ষে জিততেই হবে। ’
তিনি আরো যোগ করেন, ‘আগের ম্যাচে গ্রানাডার বিপক্ষে ৯-১ গোলে জেতায় এইবারের বিপক্ষে আমরাই এগিয়ে থাকবো। ঐ ম্যাচটি আমাদের প্রচুর আলোকিত করেছে। ’
আগামী শনিবার কার্লো আনচেলত্তির শিষ্যরা ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে এইবারের মুখোমুখি হবে। পরে বুধবারে রায়োর মাঠে আতিথিয়েতো নিতে যাবে দলটি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমএমএস