ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশ হতে যাচ্ছে জাপানের নিরপেক্ষ ভেন্যু!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বাংলাদেশ হতে যাচ্ছে জাপানের নিরপেক্ষ ভেন্যু! সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার (৭ মার্চ) সকালে চীন থেকে উড়ে আসলেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি তাসিমা খোজো। দুপুরে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ২ সদস্যের এই দলটির সঙ্গে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।



পরে সাংবাদিকদের জানালেন বাংলাদেশের সঙ্গে জাপানের ফুটবল ভ্রাতৃত্ব বন্ধনের অগ্রগতি সম্পর্কে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'জাপানের সঙ্গে আমাদের বেশ ভালো সম্পর্ক আছে। তাদের যুবা দলটি বাংলাদেশে খেলে গিয়েছে। এমনকি তারা আমাদের মহিলা দলের জন্য কোচও দিয়েছে। এখন মহিলা ফুটবলের জন্য নানা ধরণের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা এখন একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছি। '

তিনি আরো বলেন, ‘আমরা যাতে জাপানের ফুটবল একাডেমী ব্যবহার করতে পারি তা নিয়েও কথা চলছে। এছাড়া সিলেট ফুটবল একাডেমীর জন্য সহায়তার বিষয়টিও আলোচনায় আছে। আমাদের সঙ্গে জাপান ফুটবলের পথ চলা শুরু হয়েছে আগেই, এখন তা আরো বেগবান হবে। আমি চাই এই সম্পর্কটা এক যুগের দিকে এগিয়ে যাক। '       

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারী তাসিমা খোজো বলেন, 'কাজী সালাউদ্দিন শুধু দক্ষিণ এশিয়ার ফুটবল লিডার নয়, তিনি পুরো এশিয়ার ফুটবল লিডার। আপনারা জানেন আমাদের সাথে বাংলাদেশ ফুটবলের একটি সুসম্পর্ক আছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবলের সাথে ডেভলপমেন্ট, মার্কেটিংসহ নানা বিষয়ে কাজ চলছে। যা সামনের দিনগুলোতে আরো বেগবান হবে। জাপানের প্রধানমন্ত্রীর ইচ্ছা ২০২০ অলিম্পিককে সামনে রেখে বিশ্বের সকল কোচ আর ক্রীড়াঙ্গনের সেরাদের একটি মিলন মেলাস্থল হবে জাপান। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি। '

গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল ল্যাটিনসহ বিভিন্ন দেশের সাথে জাপান দলের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তার নিরপেক্ষ ভেন্যু হতে পারে বাংলাদেশ? এ প্রশ্নের জবাবে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট তাসিমা খোজো বলেন, 'হ্যাঁ অবশ্যই। এ বিষয়গুলো নিয়েই কথা চলছে। '

কেন বাংলাদেশকেই বেছে নেয়া হয়েছে জাপানের বন্ধু হিসেবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আসলে শুধু বাংলাদেশ নয়। বাংলাদেশ, ভূটান ও মালদ্বীপের সাথেও আমাদের এ ধরণের সম্পর্ক রয়েছে। '

আগামীকাল (বুধবার) দুপুরে বাংলাদেশ ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে এই প্রতিনিধি দলটি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৫   
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।