ঢাকা: পেশাদার লিগের ৮ম আসরের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে জয় তুলে নিল লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলের জয় পায় শেখ জামাল।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় পুরাণ ঢাকার দল ফরাশগঞ্জ। ৮ মিনিটে ফরাশগঞ্জের জহির বল বাড়িয়ে দেয় সতীর্থ নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যাকিলি পিটারকে। তিনি বল নিয়ে বক্সে প্রবেশ করলেই জামাল ডিফেন্ডার কেষ্টকুমার তাকে ফাউল করেন। ফলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেয়। আর পেনাল্টিতে গোল করেন অ্যাকিলি (১-০)।
তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি শেখ জামাল। ১৫ মিনিটে বাঁম প্রান্ত থেকে ডিফেন্ডার ইয়ামিন আহমেদ বল দেন ফরাশগঞ্জের বক্সে দাঁড়িয়ে থাকা সতীর্থ ওয়েডসন এনসেলমেকে। তিনি দর্শনীয় শটে বল পাঠান ফরাশগঞ্জের জালে (১-১)।
প্রথমার্ধের শেষ সময়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ফ্রি কিকে গোল করে ব্যবধান বাড়ান গামবিয়ান ল্যান্ডিং ডার্বোয়ে (২-১)।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ফরাশগঞ্জের জালে আরো একবার বল পাঠায় লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওয়েডসনের ব্যক পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন মিডফিল্ডার মামুনুল ইসলাম (৩-১)। আর ইনজুরি সময়ে জামালের পক্ষে আরো এক গোল করেন ল্যান্ডিং ডার্বোয়ে (৪-১)। নির্ধারিত সময় শেষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।
আগামীকাল (বুধবার) একই ভেন্যুতে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আবাহনী বনাম রহমতগঞ্জের মাঠে গড়াবে বিকেল ৪.১৫ মিনিটে। আর মুক্তিযোদ্ধা বনাম ফেনী সকারের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
বাংলাদেশ: ১৯৪৪ ঘণ্টা, ৭ এপ্রিল, ২০১৫
ইয়া/অারএম