ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তোলার হাতছানি জুভেন্টাসের সামনে। সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারলেও দ্বিতীয় লেগে ফিওরেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জুভিরা।



ইনজুরির কারণে দলের সেরা তিন তারকা কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো ও পল পগবা খেলতে পারেননি। আর অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে বিশ্রামে রাখা হয়। তবে, তাদের অভাবটা মোটেই বুঝতে দেয়নি পেরেইরা-ভিদালরা। দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

ফিওরেন্তিনার মাঠে খেলা শুরুর ২১ মিনিটে রবার্তো পেরেইরার শট মিডফিল্ডার বোরজা ভালেরো আটকে দিলেও গোল নিশ্চিত করেন ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো মাতরি। প্রথমার্ধের এক মিনিট আগে জুভিদের হয়ে লিড দ্বিগুন করেন পেরেইরা। আলভারো মোরাতার শট গোলরক্ষক নরবার্তো নেতো ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল আদায় করে নেন এ আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ক্লদিও মারচিসিওর নেওয়া কর্ণার কিক থেকে দারুণ ভলিতে বল জালে জড়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে আলেসান্দ্রো দিয়ামান্তিকে ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার মোরাতা। শেষদিকে দশজনের দলে পরিণত হলেও ফাইনালে উঠার তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে ৯৫’র চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, ইতালিয়ান কাপের দ্বিতীয় সেমিতে আজ রাতে মুখোমুখি হবে নাপোলি ও ল্যাজিও। প্রথম লেগ শেষে দু’দলই ১-১ সমতায় রয়েছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১২০১ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।