ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীঘ্রই ঘোষিত হবে ব্রাজিল স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
শীঘ্রই ঘোষিত হবে ব্রাজিল স্কোয়াড

ঢাকা: নির্ধারিত সময়ের অনেক আগেই কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। চিলিতে ১১ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ৪৪তম আসর।



জুনের ১ তারিখ পর্যন্ত সময় থাকলেও ৫ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে নিশ্চিত করেন দুঙ্গা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে এমনটি জানানো হয়।

সম্প্রতি আয়োজক চিলির সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। ২৯ মার্চ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় নেইমার-অস্কাররা। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে মেক্সিকো ও হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুনের ৭ ও ১০ তারিখে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।

১৫ জুন (সোমবার) পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার এ আসরে মাঠে নামবে দুঙ্গার শিষ্যরা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৮ জুন কলম্বিয়া ও ২২ জুন ভেনেজুয়েলার মুখোমুখি হবে  অাটবারের চ্যাম্পিয়নরা। উল্লেখ্য, ব্রাজিলের প্রথম ও তৃতীয় ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় শুরু হবে। আর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে সকাল ৭টায়।

ব্রাজিলের এবার নবম শিরোপা ঘরে তোলার পালা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেকাওরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বোচ্চ ১৫ বার কোপা আমেরিকার ট্রফি জিতে নেয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।