ঢাকা: ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পাঁচশ রুপি জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। মোটরসাইকেলে নম্বরপ্লেট ব্যবহার ও প্রদর্শন সংক্রান্ত আইন অমান্যের দায়ে তাকে এ জরিমানা গুনতে হচ্ছে।
রাঁচি ট্রাফিক পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার (০৬ এপ্রিল) ভিন্টেজ বুলেট বিএসএ গোল্ডস্টার নামে একটি মোটরসাইকেলে চড়তে দেখা যায় ধোনিকে। এ সময় মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকায় মোটারযান আইন লঙ্ঘন করেন তিনি।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশ সুপার কার্তিক বলেন, মোটরযান আইন ১২২/১৭৯ ধারায় তাকে এ জরিমানা করা হয়েছে।
কার্তিক বলেন, জরিমানার চালান তার (ধোনি) বাসায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব না দেওয়ায় জরিমানা হিসেবে তার পরিবারকে এ অর্থ দিতে হবে।
সংবাদমাধ্যমে ছবি দেখে বিষয়টি আমার নজরে আসে, বলেও জানান কার্তিক।
ট্রাফিক আইনানুযায়ী, সামনে ও পেছনে আড়াআড়িভাবে যানবাহনের নম্বরপ্লেট স্পষ্ট করে প্রদশর্নের নিয়ম রয়েছে। যা ধোনির মোটরসাইকেলে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
জেডএস