ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুর্বার বার্সার সামনে দুর্বল আলমেরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
দুর্বার বার্সার সামনে দুর্বল আলমেরিয়া সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আলমেরিয়া। গত কয়েকটি ম্যাচে অপরাজিত বার্সা এ ম্যাচ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলায় আরো বেশী আত্মবিশ্বাসী।

আর ধুঁকতে থাকা আলমেরিয়ার রেলিগেশনের হাত থেকে বাঁচার লড়াই।

আগের ম্যাচে বার্সা কষ্টার্জিত জয় পেলেও ফ্রেঞ্চ ডিফেন্ডার জার্মেই ম্যাথিউর কল্যাণে পর পর দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এদিকে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে শতভাগ সুস্থ হয়ে মাঠে নেমেছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। আর এ ম্যাচেও আছেন মূল একাদশে।

আর্জেন্টাইন অধিনায়কের পাশাপাশি দলের তারকা স্ট্রাইকার নেইমার ও লুইজ সুয়ারেজ তো থাকছেনই। সেই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরবেন অভিজ্ঞ জাভিয়ার মাশ্চেরানো ও হ্যামিস্টিং ইনজুরি সেরে ফিরছেন জর্দি আলবা।

এদিকে লিগ প্রায় শেষ হয়ে আসলেও নিজেদের ২৯ ম্যাচ থেকে মাত্র ২৫ পয়েন্ট অর্জন করেছে আলমেরিয়া। লিগে ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৮। তাই সত্যি বলতে বাঁচা-মরার লাড়াইয়ে নামছে দলটি।

এ ম্যাচের মধ্যেদিয়ে আলমেরিয়ার কোচের দায়িত্ব পাচ্ছেন সাবেক বার্সা ডিফেন্ডার সার্জি বারজুয়ান। তিনি কাতালনদের হয়ে ২৬৭ ম্যাচ খেলেছিলেন। ছিলেন ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত বার্সার যুবক দলের কোচ। তাই এ ম্যাচে অনেক হিসেব কষেই মাঠে নামবে সাবেক স্প্যানিস জাতীয় দলের এ ফুটবলার।

এদিকে এ ম্যাচে নামার আগে দারুণ ফুরফুরে মেজাজেই আছে লুইস এনরিকের শিষ্যরা। কারণ রিয়াল মাদ্রিদ সহ লিগের সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে দলটি। আর আলমেরিয়ার বিপক্ষেও সর্বশেষ পাঁচ দেখায় সবকটিতে জয়।

সেই সঙ্গে নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় কোন জয়ের দেখা না পাওয়া আলমেরিয়ার কপালে আজ কি আছে কে জানে?

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।