ঢাকা: লা লিগায় বেশ কিছুদিন যাবৎ খারাপ সময় পার করছেন বার্সেলোনা স্ট্রাইকার নেইমার। তারকা ফুটবলার হলেও গোলখরার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
স্প্যানিশ লিগের এ মৌসুমে বার্সার হয়ে প্রথম ২০ ম্যাচে ১৭ গোল করেন নেইমার। কিন্তু, হঠাৎ করেই তিনি জালের ঠিকানা হারিয়ে ফেলেন। লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে একটি গোলও করতে পারেন নি ২৩ বছর বয়সী এ ফরোয়ার্ড।
এক প্রেস কনফারেন্সে এনরিক বলেন, ‘আমি নেইমারের ব্যাপারে মোটেই উদ্বিগ্ন নই। গোল করতে না পারলেও সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দলের হয়ে সে নিজের সেরাটাই দিচ্ছে। প্রতিটি ম্যাচেই তার অবদান রয়েছে। ’
বার্সা কোচ আরও বলেন, ‘নেইমার একজন শীর্ষ শ্রেণীর ফুটবলার। আমি নির্দ্বিধায় বলতে পারি, সে আবারো সেরা ফর্মে ফিরবে এবং পুনরায় গোল করার ধারাবাহিকতা বজায় রাখবে। ’
শিরোপা জয়ের ব্যাপারেও কথা বলেন এনরিক। ‘আমরা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে আছি। তার মানে এই না যে শিরোপা আমাদের হাতেই উঠবে। আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং প্রতিটি ম্যাচেই উন্নতি করতে হবে। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকলেও সামনে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৫
আরএম