ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রীড়ার উন্নয়নে গায়ানার প্রতিশ্রুতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
ক্রীড়ার উন্নয়নে গায়ানার প্রতিশ্রুতি

ঢাকা: দিল্লীতে নিযুক্ত (বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) গায়ানার রাষ্ট্রদূত জয়রাম আর গজরাজ বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা গায়ানা ও বাংলাদেশের যুব ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নসহ দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।



এছাড়া তারা দুই দেশের খেলোয়াড়, কোচ ও প্রশিক্ষক বিনিময় করার ওপর মতামত ব্যক্ত করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের যুব ও ক্রীড়া কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। গায়ানার রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াসচিব নূর মোহাম্মদ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।