ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় দিয়ে মুক্তির শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
জয় দিয়ে মুক্তির শুরু ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচে সকার ক্লাব ফেনী বিপক্ষে ২-১ গোলে জয় পায় অল রেডস খ্যাত মুক্তিযোদ্ধা।



ম্যাচ শুরুর ১২ মিনিটেই এগিয়ে যায় মুক্তি। মধ্যমাঠ থেকে বল পেয়ে জোড়ালো শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্থ করেন মুক্তি অধিনায়ক এনামুল হক (১-০)।

খেলার ৪৫ মিনিটে ফয়সাল মাহমুদের ক্রসে বল পেয়ে শট করেন কামারা সার্বা, কিন্তু তার ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন সকার ক্লাবের রক্ষভাগের খেলোয়াড় মনজুর রহমান মানিক (২-০)।

আর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ল্যামিন যাত্তার শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন মুক্তি মিডফিল্ডার মো: বিপ্লব (২-১) (আত্মঘাতি)।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফেডারেশনকাপের রানার্সআপ দল মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।