ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লোগো-ট্রফি নিয়ে তুঘলকি কাণ্ড জাতীয় হকিতে!

ইয়াসির উবাইদ জিকো, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
লোগো-ট্রফি নিয়ে তুঘলকি কাণ্ড জাতীয় হকিতে!

ঢাকা: গত সোমবার (৬ এপ্রিল) শেষ হয়েছে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় ‘এটিএন বাংলা গোল্ডকাপ ৩০তম জাতীয় হকি প্রতিযোগিতা’। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা।

ফাইনালে তারা ২-১ গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে।

খেলা শেষে যথারীতি ট্রফি প্রদান করা হয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে। কিন্তু ট্রফি সামনে আনতেই সবার চক্ষুচড়ক গাছ!

ট্রফিগুলোর কোথাও নাম বা লোগো পর্যন্ত নেই হকি ফেডারেশনের! প্রতিটি ট্রফিতেই লেখা রয়েছে ‘এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় প্রতিযোগিতা’।

আর বিষয়টি নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন স্পোর্টস গ্রুপ ও পেজগুলোতে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে বুধবার (৮ এপ্রিল) টুর্নামেন্ট কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল আহসান বাবুল বাংলানিউজকে বলেন, আমি ট্রফি সংক্রান্ত মিটিংয়ে ছিলাম না। তবে কাজটি ঠিক হয়নি। আগামীতে অবশ্যই এ বিষয়ে নজর রাখা হবে।

জাতীয় হকির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান পিলা বলেন, আমি এ বিষয়টি জানি না। যদি লোগো বা নাম না থাকে তাহলে এটি অবশ্যই ভুল হয়েছে।

‘আপনি তো এ কমিটির চেয়ারম্যান- আপনিই ট্রফি দেখেননি?’ এ প্রশ্নের উত্তরে কাজী মনিরুজ্জামান পিলা বলেন, আসলে এটিএন বাংলা ট্রফি বানিয়েছে, ওরাই দিয়েছে। আমাদের সংশ্লিষ্টা কম ছিল।

তবে, হকি ফেডারেশন তাদের ভুলের জন্য যে ধরনের সাফাই গেয়েই যাক না কেন। বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না হকিপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।