ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি, সুয়ারেজে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
মেসি, সুয়ারেজে বার্সার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা।

দলের হয়ে জোড়া গোল করেন সুয়ারেজ।

ম্যাচের শুরুতে বার্সা কোচ লুইস এনরিক ব্রাজিল তারকা নেইমারকে মূল একাদশে না রেখে ৪-৩-৩ ফরমেশনে নিজের শিষ্যদের খেলাতে থাকেন। আক্রমণভাগে মেসি, সুয়ারেজদের সঙ্গে যোগ দেন ইভান রেকিটিক, পেদ্রোরা। প্রথমার্ধে কিছুটা ধীরে খেলতে থাকা কাতালানরা গোলের দেখা পায় ম্যাচের ৩৩ মিনিটে।

প্রথমার্ধের একমাত্র গোলের মালিক আর্জেন্টাইন তারকা মেসি। আলমেরিয়ার বিপক্ষে আগের সাত ম্যাচে না হারা কাতালানদের হয়ে মেসিকে গোল করতে সহায়তা করেন বারত্রা। ফলে, বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় স্বাগতিকরা।

বিরতির পর দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ব্রাজিল তারকা দানি আলভেজের অ্যাসিস্টে নিজের প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। ফলে, ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বার্সা। আর ৭৫ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন বারত্রা। জাভির সহায়তায় গোলটি করেন এ সেন্টারব্যাক।

দলের চতুর্থ গোলটি করেন লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ। নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করতে সুয়ারেজ এ গোলের জন্য সহায়তা পান পেদ্রোর। অতিরিক্ত সময়ে চতুর্থ গোলটি হওয়ার ফলে বার্সা ৪-০ গোলে এগিয়ে যায়। আর কোনো গোল না হয়ে এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক কাতালানরা।

এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে এখন বার্সার সংগ্রহ ৭৪ পয়েন্ট। ৩০ ম্যাচ শেষে কাতালানদের জয়ের সংখ্যা ২৪টি। শীর্ষে থাকা বার্সার পরের স্থানটিতে রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।